প্রধান শিক্ষক, মোঃ কামরুল কবির

দুটি কথা কুটুম্বপুর এলাকার সর্বসাধারণের ঘরে ঘরে শিক্ষার আলো পৌছানোর জন্য একটি উচ্চ বিদ্যালয় স্থাপন অত্যাবশ্যক ছিল। তাই সকলের আকাঙ্খা পূরণে তখনকার মাননীয় সংসদ সদস্য এডভোকেট রেদোয়ান আহমেদ ১৯৯৪ সালে এই কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জনাব আয়েত আলী মোল্লা, মরহুম সুবেদার মো. জয়নাল আবেদীন, মরহুম আবুল কাশেম মোল্লা,মরহুম ওয়ালী উল্লাহ ভূঞা মহোদয়দের নেতৃত্বে স্বল্প সময়ে স্কুলটি বর্তমান নিজস্ব জায়গায় স্বমহিমায় শিক্ষার আলো বিকিরণ শুরু করে। তখন উনাদের সাথে আর্থিক ও মানুষিকভাবে সর্বাত্মক সহযোগিতা করেন মরহুম আবুল হাশেম মোল্লা, মরহুম আব্দুর রহমান ভূঞা, মরহুম আব্দুর রব মোল্লা, জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন মোল্লা, কর্নেল আব্দুল ওয়াদুধসহ এলাকার অনেক শিক্ষানুরাগী ব্যক্তি। প্রতিষ্ঠাতা মহোদয়ের দিকনির্দেশনায় ম্যানজিং কমিটির সহায়তা নিয়ে শিক্ষকগনের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি কয়েক বছরের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটি হয়ে দাড়ায়। প্রতিষ্ঠানের সুনামের সাথে সাথে শিক্ষার্থী সংখ্যাও বাড়তে বাড়তে ১২০০+ হয়ে যায়। কিন্তু দৈব কারনে প্রতিষ্ঠানটি অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন সহায়তা বঞ্চিত হয়। তারপর করোনা পরিস্থিতিতে সারা দেশের মত এ প্রতিষ্ঠানটিও সুনাম অক্ষুন্ন রাখতে ব্যর্থ চেষ্টা অব্যহত রাখে। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের অনেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ক্যাডার সার্ভিসে কর্মরত। কেহ কেহ দেশে বিদেশে বিভিন্ন পেশা বা ব্যবসায় সুপ্রতিষ্ঠিত। আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি স্বমহিমা চীর অম্লান থাকবে।

Copyright © Kutumbpur High School All rights reserved | Developed By Nishat Shagor